Site icon Jamuna Television

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজারে পৌঁছেছেন। পর্যটন নগরীতে আজ শনিবার (১১ নভেম্বর) ১৬টি প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। এরমধ্যে রয়েছে দোহাজারী-কক্সবাজার রেল লাইন, কক্সবাজার আইকনিক রেলস্টেশন, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের চ্যানেলসহ বেশ কিছু প্রকল্প উদ্বোধন করতে তিনি কক্সবাজার গেছেন।

শনিবার (১১ নভেম্বর) সকাল ৯টা ৪৫ মিনিটে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে কক্সবাজারের উদ্দেশে ঢাকা থেকে রওনা হন তিনি।

এছাড়া, রেলপথ উদ্বোধনের পর ট্রেনে করে কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে রামুতে যাবেন আওয়ামী লীগ সভাপতি। পরে মহেশখালীর মাতারবাড়ীতে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেবেন শেখ হাসিনা।

/এমএন

Exit mobile version