Site icon Jamuna Television

সরকারি চাল আত্মসাত: নারী ইউপি সদস্যসহ আটক ৩

মাদারীপুরের কালকিনিতে সরকারি চাল আত্মসাতের অভিযোগে নারী ইউপি সদস্যসহ ৩ জনকে আটক করা হয়েছে। শনিবার গভীর রাতে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে উপজেলার আন্ডার চর এলাকায় অভিযান চালানো হয়। সাহেবরামপুর ইউপি সদস্য সালমা বেগম এবং তার সহযোগী জাহাঙ্গীর হাওলাদের ঘর থেকে জব্দ করা হয় দশ টাকা কেজির ৪শ’ ৮০ কেজি চাল। পরে চাল আত্মসাতের অভিযোগে সালমা বেগমসহ তিনজনকে আটক করে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ চলছে বলে জানানো হয়েছে।

যমুনা অনলাইন: এফএম

Exit mobile version