Site icon Jamuna Television

বৌয়ের সাথে ঝগড়া করায় ছোট ভাইকে পিটিয়ে হত্যা

পাবনা প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে পারবারিক বিরোধের জেরে ছোট ভাই খোকন মন্ডল (২৪) কে পিটিয়ে হত্যা করেছে তার বড় ভাই লিখন মন্ডল (২৮)। রবিবার সকাল ছয়টার দিকে এ ঘটনা ঘটে। নিহত খোকন মন্ডল উপজেলার সাহাপুর মালিথাপাড়া গ্রামের ইউনুস আলী মালিথার ছেলে।

পারিবারিক সূত্র জানায়, ৪/৫ দিন আগে খোকন মন্ডলের সাথে তার বড় ভাই লিখন মন্ডলের স্ত্রী শারমিন খাতুনের পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। ক্ষিপ্ত শারমিন খাতুন তার বাবার বাড়িতে চলে যায়। যাওয়ার সময় তার স্বামীকে বলে যায়, এর বিহীত না করলে সে আর ফিরবে না।

রোববার সকালে খোকন মন্ডলের স্ত্রী রিনি খাতুন ঘুম থেকে উঠে বাইরে যায়। সেই সুযোগে লিখন ঘরে ঢুকে ঘুমন্ত ছোট ভাই খোকনের মাথায় হাতুরী-বাটাল দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। চিৎকারে শুনে স্ত্রী ও পরিবারের লোকজন তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঈশ্বরদী থানার ওসি আজিম উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। অভিযুক্ত লিখন মন্ডল পলাতক রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Exit mobile version