Site icon Jamuna Television

নাইজেরিয়ায় কলেরায় ৯৭ জনের মৃত্যু

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে কলেরা। পানিবাহিত এ রোগে দু’সপ্তাহে প্রাণ গেছে অন্তত ৯৭ জনের। আক্রান্তের সংখ্যা তিন হাজারের বেশি।

জাতিসংঘের কো-অর্ডিনেশন অব হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স জানিয়েছে, ইয়োবে আর বর্নো প্রদেশে ক্রমেই বাড়ছে কলেরার প্রকোপ। অঞ্চলটিতে জঙ্গিগোষ্ঠী বোকো হারামের হাত থেকে প্রাণে বাঁচতে ভিটেমাটি ছেড়ে শরণার্থী শিবিরে বাস করছে লাখো মানুষ। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েকদিনে অঞ্চলটিতে ভারি বৃষ্টি আর বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে। ফলে আরও ভয়াবহ রূপ নিতে পারে চলমান কলেরা মহামারী।

আফ্রিকায় লেক শাদের অববাহিকা ঘিরে থাকা নাইজেরিয়া, জিম্বাবুয়েসহ বিভিন্ন দেশে চলতি বছর কলেরার সংক্রমণে প্রাণ গেছে ৫শ’র বেশি মানুষের। আক্রান্ত প্রায় ২৪ হাজার মানুষ। দুর্বল পানি নিষ্কাশন আর স্যানিটেশন ব্যবস্থার কারণে বাড়ছে রোগের প্রাদুর্ভাব। রোগ প্রতিরোধে কাজ করছে জাতিসংঘ।

Exit mobile version