Site icon Jamuna Television

দ্বিতীয় দিনের মতো বন্ধ সান্তাহার-বোনারপাড়া রুটে ট্রেন চলাচল

বগুড়া ব্যুরো
রেলসেতুর একটি পিলার ক্ষতিগ্রস্ত হওয়ায় দ্বিতীয় দিনের মতো বগুড়ার সঙ্গে বোনারপাড়া-সান্তাহার রুটে সরাসরি ট্রেন চলাচল বন্ধ হয়ে রয়েছে। শনিবার বিকেলে সেতুর এই ত্রুটি ধরা পড়ার পর থেকেই ওই রুটে চলাচল বন্ধ হয়ে যায়।

বগুড়া রেল স্টেশন সূত্র জানায়, শনিবার দুপুরে সোনাতলা উপজেলার ভেলুরপাড়া ও কলেজ ষ্টেশনের মাঝ বরাবর চকচকিয়া এলাকায় অবস্থিত ৩৫ নম্বর রেলসেতুর পিলারের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় শনিবার থেকেই বন্ধ করে দেয়া হয় ট্রেন চলাচল। এতে গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম ও লালমনিরহাটের সঙ্গে বগুড়ার সরাসরি রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। কেবল এসব জেলার আন্তঃনগর ট্রেনগুলো সান্তাহার থেকে বিকল্প পথে পার্বতীপুর হয়ে চলাচল করছে।

ঘটনার একদিন পেরিয়ে গেলেও এখনো সেতুটি মেরামতের কাজ শেষ হয় নি।

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক মতিউর রহমান জানান, পানির তোড়ে সেতুর একটি পিলারের নিচ থেকে মাটি সরে গিয়ে ক্ষতির মুখে পড়ে সেটি। শনিবার বিকেল থেকেই মেরামতের কাজ শুরু হয়েছে উল্লেখ করে তিনি জানান, রোববার বিকেল নাগাদ মেরামত কাজ শেষ হলে আবারো স্বাভাবিক হতে শুরু করবে ট্রেন চলাচল।

Exit mobile version