Site icon Jamuna Television

চাঁদপুর থেকে সকল রুটে নৌযান চলাচল বন্ধ

চাঁদপুর করেসপনডেন্ট:

ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে চাঁদপুর থেকে সকল রুটে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১৭ নভেম্বর) বেলা আনুমানিক ১১টার দিকে এই ঘোষণা দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডাব্লিউটিএ)।

এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে সকাল থেকে বৃষ্টি হচ্ছে চাঁদপুরে। জেলার পদ্মা ও মেঘনার চরসমূহ ৬ নম্বর বিপৎসংকেতের আওতায় রয়েছে।

সরেজমিনে দেখা যায়, এ সময় শহরে যানবাহন চলাচল খুবই সীমিত। শুক্রবার ছুটি দিন হওয়ায় লোকজন প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না। এদিন সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত জেলায় ৯৯ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে।

/আরএইচ

Exit mobile version