Site icon Jamuna Television

অবশেষে জ্বালানি ঢুকলো গাজায়

ছবি: রয়টার্স।

ইসরায়েলি আগ্রাসন শুরুর পর প্রথমবারের মতো জ্বালানি ঢুকলো গাজায়। শনিবার (১৯ নভেম্বর) ১ লাখ ২৩ হাজার লিটার জ্বালানি ঢোকে অবরুদ্ধ এ উপত্যকায়। এক প্রতিবেদনে সংবাদ সংস্থা রয়টার্স এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘের তথ্য অনুযায়ী, মিসর থেকে রাফাহ সীমান্ত দিয়ে উপত্যকায় প্রবেশ করে জ্বালানির এ সরবরাহ। ইসরায়েল-হামাস লড়াই শুরুর পর থেকেই বন্ধ ছিলো জ্বালানি সরবরাহ।

এক মাসের বেশি সময় ধরে বারবার আবেদনের পরও জ্বালানি প্রবেশের অনুমতি দেয়নি নেতানিয়াহু প্রশাসন। জ্বালানির অভাবে বন্ধ হয়ে গেছে উপত্যকার প্রায় সবক’টি হাসপাতাল।

অবশেষে শুক্রবার, ওয়াশিংটনের অনুরোধে গাজায় প্রতি দুইদিনে ১ লাখ ৪০ হাজার লিটার জ্বালানি প্রবেশের অনুমতি দেয় ইসরায়েল। যা প্রয়োজনের তুলনায় খুবই সামান্য।

/এআই

Exit mobile version