Site icon Jamuna Television

বদলে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপ, ফিরছে আগের নিয়মে

২০০৩ সালের পর আবারও বিশ্বকাপে ফিরছে সুপার সিক্স পর্ব। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়াতে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৭ বিশ্বকাপে দেখা যাবে এই নিয়ম।

এই আসরে অংশগ্রহণ করবে ১৪টি দল। ১০ দলের পরিবর্তে দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে ১৪ টি দল।

প্রত্যেক গ্রুপ থেকে সেরা তিনটি করে দল নিয়ে হবে সুপার সিক্স। আর সেখান থেকেই চূড়ান্ত হবে চার সেমিফাইনালিস্ট।

সবশেষ এই ফরম্যাটে খেলা হয়েছিলো ২০০৩ সালে। গত দুই ওয়ানডে বিশ্বকাপের আসর অনুষ্ঠিত হয়েছিল রাউন্ড রবিন পদ্ধতিতে।

/এমএইচ

Exit mobile version