Site icon Jamuna Television

জন্মদিনে দুবাই নিয়ে না যাওয়ায় স্ত্রীর ঘুসিতে প্রাণ গেলো স্বামীর

জন্মদিনে স্ত্রীকে দুবাই ঘুরতে নিয়ে না যাওয়ায় স্ত্রীর ঘুসিতে স্বামীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ নভেম্বর) ভারতের পুনের ওয়ানাভদি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত স্বামীর নাম নিখিল খান্না তিনি পেশায় একজন ব্যবসায়ী। আর তার স্ত্রীর নাম রেনুকা। ছয় বছর আগে তাদের বিয়ে হয়।

ওয়ানাভদি পুলিশ স্টেশনের একজন সিনিয়র কর্মকর্তা বলেন, তদন্ত অনুযায়ী জানা যায় জন্মদিনে ঘুরতে নিয়ে না যাওয়ায় নিখিল এবং রেনুকার হাতাহাতি হয়েছিল। জন্মদিনে নিখিল দামি গিফটও দেয়নি রেনুকাকে। রেনুকার আত্মীয়ের জন্মদিন উদযাপন করতে দিল্লি যেতে দেননি তার স্বামী নিখিল। এসব বিষয় নিয়ে আগে থেকেই স্বামীর প্রতি বিরক্ত ছিলেন রেনুকা।

পুলিশ আরও জানায়, হাতাহাতির একপর্যায়ে রেনুকা নিখিলের মুখে ঘুসি দেয়। ঘুসিতে নাকসহ দাঁত ভেঙে যায় নিখিলের। পরবর্তীতে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে মৃত্যু হয় তার।

এ ঘটনায় রেনুকাকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করা হয়েছে।

এএস/এটিএম

Exit mobile version