Site icon Jamuna Television

পাংশায় ট্রা‌ক-মোটরসাইকে‌ল সংঘ‌র্ষে নিহত ২

রাজবাড়ী করেসপনডেন্ট:

রাজবাড়ী-কু‌ষ্টিয়া মহাসড়‌কের পাংশা বাবুপাড়া এলাকায় ট্রাক ও মোটরসাইকে‌লের মু‌খোমু‌খি সংঘ‌র্ষে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হ‌য়ে‌ছে। শনিবার (১৫ নভেম্বর) বিকা‌লে উপ‌জেলার বাবুপাড়া ইউনিয়‌নের চাঁদপু‌রে এ দূর্ঘটনা ঘ‌টে।

নিহতরা হলেন, বাবুপাড়া এলাকার কুড়িপাড়া গ্রামের রাজ্জাক ফকিরের ছেলে রিমন ও একই এলাকার আবুল কালাম আজাদের ছেলে গালিব। নিহত রিমন গত কয়েক দিন আগে সৌদি আরব থেকে বাড়িতে এসেছিলো।

স্থানীয়রা জানান, রিমন ও গালিব শনিবার বিকেলে নিজ এলাকা থেকে মোটরসাইকেলে করে মাছপাড়া অভিমুখে যাচ্ছিলো। এ সময় বাবুপাড়া চাঁদপু‌র এলাকায় ট্রাকের সাথে মোটর সাইকেলের মু‌খোমু‌খি সংঘর্ষ হয়। ফলে, মোটর সাইকে‌লে থাকা দুজনই মারাত্মকভাবে আহত হয় এবং ঘটনাস্থলেই রিমনের মৃত্যু হয়। প‌রবর্তীতে হাসপাতালে নেবার পথে মৃত্যু হয় গালিবেরও।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাংশা হাইওয়ে থানার এসআই একেএম হাসানুজ্জামান বলেন, মূলত ট্রা‌কের বেপরোয়া গ‌তির কার‌ণেই এ দূর্ঘটনা ঘটে‌ছে। ঘটনার পর ঘাতক ট্রাকটিকে আটক করা গেলেও পালিয়ে গিয়েছে ট্রা‌কের চালক ও সহকারী।

এএস/

Exit mobile version