Site icon Jamuna Television

এবার ইউএনওদের বদলির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) বদলির সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। শুক্রবার (১ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর পাঠানো এক চিঠির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানায় কমিশন।

কমিশনের উপসচিব (চলতি দায়িত্ব) মো. মিজানুর রহমান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাকে পর্যায়ক্রমে বদলি করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছে। এ লক্ষ্যে প্রথম পর্যায়ে যে সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাদের বর্তমান কর্মস্থলে একবছরের বেশি চাকরিকাল সম্পন্ন হয়েছে তাদেরকে অন্য জেলায় বদলির প্রস্তাব আগামী ৫ ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশনে পাঠানো প্রয়োজন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের প্রতি চিঠিতে অনুরোধ জানানো হয়।

এর আগে, নির্বাচনে কমিশনের উপসচিব (চলতি দায়িত্ব) মো. মিজানুর রহমান স্বাক্ষরিত আরেকটি চিঠিতে দেশের সকল থানার ওসিদের বদলির নির্দেশনা দেয়া হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বরাবর পাঠানো ওই চিঠিতে বলা হয়, প্রথম পর্যায়ে যে সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বর্তমান কর্মস্থলে ৬ মাসের অধিক চাকুরিকাল সম্পন্ন হয়েছে তাদের অন্য জেলায়/অন্যত্র বদলির প্রস্তাব আগামী ৫ ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশনে প্রেরণের অনুরোধ করা হলো।

/এনকে

Exit mobile version