Site icon Jamuna Television

গরম রুটি না পেয়ে রাঁধুনীর গায়ে ফুটন্ত তেল ঢাললো বরযাত্রীরা

ছবি: প্রতিকী

বিয়ে বাড়িতে বাঁধুনীর কাছে গরম রুটি চেয়েছিলেন বরযাত্রীরা। চাওয়ামতো রুটি না পেয়ে রাঁধুনীর গায়ে ফুটন্ত তেল ঢেলে দিয়েছেন তারা। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের বদৈউন এলাকায়। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আহত রাঁধুনীর নাম রাজেশ। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর স্থানীয় থানায় মামলা দায়ের করা হয়।

পুলিশ জানায়, বরের কাকা এবং বিয়ে বাড়িতে আমন্ত্রিত কিছু যুবক গরম রুটি না পেয়ে এ ঘটনা ঘটিয়েছে। প্রথমে তাদের রুটি পরিবেশন করা হলেও তা ঠাণ্ডা হয়ে যায়। পরবর্তীতে রাঁধুনীকে আবার গরম রুটি দিতে বলে তারা। তবে গভীর রাতে চুলা বন্ধ হয়ে যাওয়ায় গরম রুটি দেয়া সম্ভব না বলে জানান রাঁধুনী রাজেশ। এ নিয়ে রাঁধুনীর সঙ্গে তাদের তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে তারা রাঁধুনীর গায়ে ফুটন্ত তেল ঢেলে পালিয়ে যায়।

স্থানীয় থানার ওসি মহেন্দ্র পাল সিং জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

এএস/এনকে

Exit mobile version