Site icon Jamuna Television

চালুর দিনেই কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

কুমিল্লা ব্যুরো:

কক্সবাজার এক্সপ্রেসের উদ্বোধনের প্রথম দিনেই কুমিল্লায় ট্রেনটিতে কাটা পড়ে রাব্বি সুজন (২২) নামের এক যুবক নিহত হয়েছে। শুক্রবার (১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কুমিল্লার লাকসাম রেলওয়ে স্টেশনের আউটার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

লাকসাম রেলওয়ে থানার ওসি মুরাদ উল্ল্যাহ বাহার জানান, কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি সন্ধ্যা ৬টার দিকে লাকসাম অতিক্রম করছিলো। এ সময় ওই ট্রেনের নিচে কাটা পড়ে এক যুবক নিহত হন। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এর আগে, বহুল প্রতীক্ষিত ট্রেনটি পূর্ব নির্ধারিত শিডিউল অনুযায়ী দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়। এই ট্রেন চলাচলের মধ্যদিয়ে সর্বসাধারণের জন্য রেলপথে কক্সবাজার যাতায়াতের পথ খুলেছে।

/এনকে

Exit mobile version