Site icon Jamuna Television

আইপিএলের ড্রাফটে বাংলাদেশের ৬ ক্রিকেটার, নেই সাকিব-লিটন

আইপিএলের নতুন আসরের জন্য ড্রাফটে নিজেদের নাম নথিভুক্ত করিয়েছেন ১ হাজার ১শ’ ৬৬ ক্রিকেটার। এর মধ্যে আছেন বাংলাদেশের ৬ ক্রিকেটারও। তবে নেই সাকিব, লিটনের নাম। এই দুই ক্রিকেটারকে নিলামের আগেই ছেড়ে দেয় কলকাতা নাইট রাইডার্স।

আইপিএলের ড্রাফটে থাকা বাংলাদেশি ক্রিকেটাররা হলেন— মাহমুদউল্লাহ রিয়াদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। তাদের মধ্যে সর্বোচ্চ মুস্তাফিজের ভিত্তিমূল্য ধরা হয়েছে ২ কোটি রুপি।

এই আসরের নিলামে ৭৭ জন ক্রিকেটার কিনতে পারবেন ১০টি ফ্র্যাঞ্চাইজি। যাদের মধ্যে বিদেশি কোটায় থাকবেন ৩০ জন। আইপিএলের নতুন আসরের নিলাম অনুষ্ঠিত হবে ১৯ ডিসেম্বর।

এদিকে, নিলামে নথিভুক্ত করা ক্রিকেটারদের মধ্যে ভারতীয়দের সংখ্যা স্বাভাবিকভাবেই বেশি। দেশটির ৮৩০ ক্রিকেটার এবারের নিলামে নাম জমা দিয়েছেন। বিভিন্ন দেশের ক্রিকেটার আছেন ৩৩৬ জন। তাদের মধ্যে ২১২ জনের অভিজ্ঞতা রয়েছে আন্তর্জাতিক ম্যাচ খেলার।

/এমএন

Exit mobile version