Site icon Jamuna Television

গাজীপুরের কালিয়াকৈরে যাত্রীবাহী বাসে আগুন

গাজীপুর করেসপনডেন্ট:

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় ইউসুফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (৩ ডিসেম্বর) রাত আটটার দিকে চন্দ্রা ত্রিমোড়ে টাঙ্গাইলগামী একটি বাসে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

খবর পেয়ে আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। স্থানীয়রা জানায়, চন্দ্রা বাসস্ট্যান্ড থেকে টাঙ্গাইলগামী বাসটি যাত্রী নেয়ার জন্য অপেক্ষা করছিল। হঠাৎ আগুন দেখতে পেয়ে দ্রুত বাস থেকে নেমে পড়েন ভেতরে থাকা যাত্রীরা। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনলে নাওজোর হাইওয়ে পুলিশ মহাসড়ক থেকে বাসটি সরিয়ে নেয়।

কালিয়াকৈর থানার ওসি আকবর আলী খান বলেন, বাসটি পুড়ে গেছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।

এএস/ এএম

Exit mobile version