Site icon Jamuna Television

দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় বিপর্যস্ত উত্তরের জনজীবন। ভোর থেকেই কুয়াশায় ঢাকা চারপাশ। আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ধীরে ধীরে শীতের দাপট বাড়বে আরও।

বেলা গড়ালেও দেখা নেই সূর্যের। ব্যাহত হচ্ছে যানবাহন চলাচল। বইছে কনকনে ঠান্ডা; বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। বেশি বেকায়দায় খেটে খাওয়া আর হতদরিদ্ররা। শীতবস্ত্রের অভাবে বাড়ছে কষ্ট। ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছেন শিশু আর বৃদ্ধরা। কুয়াশার কারণে প্রায় ৯ ঘণ্টা বন্ধ থাকার পর সকাল দশটা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে ফেরি চলাচল শুরু হয়েছে।

এরআগে, মধ্যরাত থেকে বন্ধ ছিল চলাচল। মাঝ নদীতে যানবাহন নিয়ে আটকা পড়ে কয়েকটি নৌযান। ঘাটের দু’প্রান্তে পারাপারের অপেক্ষায় ছিল অসংখ্য যানবাহন। ভোগান্তিতে পড়েন যাত্রী আর চালকরা। ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনার শঙ্কা দেখা দেয়। তাই নৌযান চলাচল বন্ধ ছিল।

এটিএম/

Exit mobile version