Site icon Jamuna Television

পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সাথে আইডিএফ’এর সংঘর্ষ

পশ্চিম তীরে ইসরায়েলের অভিযানের সময় তোলা একটি দৃশ্য। ছবি: আল জাজিরা।

দখলকৃত পশ্চিম তীরে অব্যাহত ইসরায়েলের সাঁড়াশি অভিযান। একাধিক স্থানে ফিলিস্তিনিদের সাথে হয় ইহুদি বাহিনীর সংঘর্ষ। রোববার (১০ ডিসেম্বর) এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়, মধ্যরাতে সাজোয়া যান এবং বুলডোজার নিয়ে তুবাস শহরে প্রবেশ করে ইসরায়েলি সেনারা। বিভিন্ন ভবনের ছাদে অবস্থান নেয় স্নাইপাররা। হামলায় পুরোপুরি বিধ্বস্ত হয় একটি ভবন এবং ক্ষতিগ্রস্ত হয় আরও দু’টি বাড়ি।

ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে ইট-পাটকেল ছোঁড়ে ফিলিস্তিনিরা। ফলে বাধে সংঘর্ষ। এছাড়া নাবলুসেও বাড়ি বাড়ি ঢুকে তল্লাশি চালায় ইসরায়েলি বাহিনী। ধরপাকড়ের শিকার হন অনেকে। হেবরনে অভিযানের মূল টার্গেট ছিলো গাড়ি।

সম্প্রতি, এক চেকপোস্টে একটি গাড়ির ভেতর থেকে গুলি ছোঁড়া হয় ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে। সেই যানটির সন্ধানেই বিভিন্ন এলাকায় তাণ্ডব চালাচ্ছে ইসরায়েল।

/এআই

Exit mobile version