Site icon Jamuna Television

হবিগঞ্জে অটোরিকশা-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

হবিগঞ্জ করেসপনডেন্ট:

হবিগঞ্জের চুনারুঘাটে ব্যাটারিচালিত অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ নারীসহ মোট ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৩ জন।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুরে শায়েস্তাগঞ্জ-চুনারুঘাট সড়কের চানভাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন হবিগঞ্জ শহরের উমেদনগর এলাকার ছমেদ মিয়ার স্ত্রী সুফিয়া বেগম, চুনারুঘাটের দুর্গাপুরের ফারুক মিয়ার ছেলে তানিম মিয়া ও একই উপজেলার রামশ্রী গ্রামের আনোয়ার আলীর মেয়ে তামান্না আক্তার।

চুনারুঘাট থানার ওসি হিল্লোল রায় জানান, বেলা সাড়ে ১২টার দিকে চুনারুঘাটগামী ব্যাটারিচালিত অটোরিকশাটি চানভাঙ্গা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন যাত্রীদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠায়। এ সময় হাসপাতালে নেয়ার পথেই তানিম মিয়া ও তামান্না আক্তার মৃত্যুবরণ করে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সুফিয়া বেগম।

/আরএইচ

Exit mobile version