Site icon Jamuna Television

বাবা হওয়ার পর সন্দিহানদের জন্য তাসকিনের ব্যাখ্যা

ছেলে সন্তানের বাবা হয়েছেন বাংলাদেশি ক্রিকেটার তাসকিন আহমেদ এ খবর এখন সবারই জানা। তাসকিন তার ফেরিফায়েড ফেসবুক পেইজেও সন্তানের ছবি দিয়ে বাবা হওয়ার বিষয়টি জানয়েছেন। কিন্তু, কিছু নেতিবাচক মন্তব্যের প্রেক্ষিতেই কিনা তাসকিনকে আরও কিছু অবান্তর বিষয়ে ব্যাখ্যা দিতে হয়েছে।

তাসকিন তার পোস্টের মন্তব্যের ঘরে লিখেছেন, “সবার উদ্দেশ্যে ১ টা কথা বলি, কেও মনে কিছু নিয়েন্না, আমার বিয়ে হইসে ১১ মাস. দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে এসেই বিয়ে করলাম ৩১ অক্টোবর এবং বিয়ের বয়স হলো ১১ মাস, সাউথ আফ্রিকা ছিলাম ৪৮ দিন, সব মিলিয়ে হল ১২ মাস ১৮ দিন. আমার পুত্র সন্তান হইলো ৯ মাস ২৭ দিনে.. জদি বিয়ের আগে আমার স্ত্রী প্রেগন্যান্ট হইতো তা হলে আমার বাচ্চা বিয়ের ৬ মাস এর মদ্দেই দুনিয়াতে থাকতো..যাই হোক যাদের ভুল ধারণা ছিল আমাদের প্রতি তাদের জন্যে এই মেসেজটি,, ধন্নবাদ..”

উল্লেখ্য, ২০১৭ সালের ১ নভেম্বর তাসকিন আহমেদ বিয়ে করেন সৈয়দা রাবেয়া নাঈমাকে।

যমুনা অনলাইন: এটি

Exit mobile version