Site icon Jamuna Television

প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় সরগরম রাজধানী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চলছে ব্যাপক প্রচার-প্রচারণা। সোমবারও (২৫ ডিসেম্বর) সকাল থেকে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। নানা আশ্বাস এবং প্রতিশ্রুতিও দিচ্ছেন তারা।

আজ সকাল সকাল ১০টায় মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টার থেকে গণসংযোগ শুরু করেন ঢাকা ১৩ আসনে নৌকার মনোনীত প্রার্থী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর জাহাঙ্গীর কবির নানক। এসময় তিনি বলেন, অগ্নিসংযোগ করে, মানুষ হত্যা করে গণমানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে ব্যর্থ করা যাবে না।

সকালে রাজধানীর কাকরাইল এলাকায় প্রচার চালিয়েছেন ঢাকা-৮ আসনের নৌকার প্রার্থী আ ফ ম বাহাউদ্দিন নাসিম। এরপর সার্কিট হাউস রোড, বেইলি রোড, সিদ্ধেশ্বরী ও রমনা এলাকায় তিনি প্রচারণা চালান। এসময় তিনি নির্বাচিত হলে সিটি করপোরেশনের সাথে সমন্বয় করে উন্নয়নের প্রতিশ্রুতিও দেন। তিনি বলেন, জনগণ ভোট দেয়ার জন্য উন্মুখ হয়ে আছে।

এছাড়াও দেশের অন্যান্য প্রান্তেও নিজ নিজ এলাকায় গণসংযোগ চালাচ্ছেন প্রার্থীরা।

এসজেড/

Exit mobile version