Site icon Jamuna Television

সাকিব-শিখরের হঠাৎ দেখা

সবাইকে কেন্দ্রে গিয়ে সাকিব আল হাসানের পক্ষে নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন মাগুরা-১ আসনের এমপি সাইফুজ্জামান শিখর।

আজ সকালে সাইফুজ্জামান শিখর ভোট কেন্দ্রে উপস্থিত হন। কেন্দ্রের সামনে হঠাৎই দেখা হয়ে যায় সাকিব আল হাসানের সঙ্গে। শুরুতেই দু’জন কুশল বিনিময় করেন। এরপরই সাকিবকে জিজ্ঞেস করেন, ‘তুমি ভোট দিয়েছো’? বিনয়ের সাথে ‘হ্যা’ উত্তর দেন সাকিব।

এমপি সাইফুজ্জামান শিখর আরও বলেন, সবসময় প্রথম ভোট আমিই দিই’।

এসময় সাকিব কিছুটা দূরে দাঁড়িয়ে থাকায় তাকে কাছে ডেকে নেন শিখর। এরপর একপাশে সাকিব আর আরেক পাশে জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আবদুল ফাত্তাহকে সঙ্গে নিয়ে ছবি তোলেন।

এর আগে, সকাল ৮টার দিকে নিজের ভোট দেন সাকিব। ভোট শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। সকলে যাতে নির্ভয়ে-নিরাপদে ভোট দিতে পারে, সে কামনা করেন। বলেন, ভোট সবার অধিকার। তাই সকলকে বিকেল চারটার মধ্যে কেন্দ্রে গিয়ে সেই অধিকার প্রয়োগ করার আহ্বান জানান।

এআই/এসজেড

Exit mobile version