Site icon Jamuna Television

ইস্তাম্বুলে সাংবাদিক গুম: সৌদি রাষ্ট্রদূতকে তলব তুরস্কের

ইস্তাম্বুলে সৌদি আরবের কনস্যুলেটে প্রবেশের পর গুম হয়ে যাওয়া প্রখ্যাত সৌদি সাংবাদিক জামাল খাশোগির বিষয়ে জানতে সৌদি রাষ্ট্রদূতকে তলত করেছে তুরস্ক সরকার।

আজ বৃহস্পতিবার কূটনৈতিক সূত্রের বরাতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সমালোচনা করায় সৌদি থেকে নির্বাসনে থাকা খাশোগি গত বৃহস্পতিবার নিজের প্রয়োজনীয় কিছু কাগজপত্র জমা দিতে ইস্তাম্বুল কনস্যুলেটে যান। বাইরে তার প্রেমিকা অপেক্ষা করছিলেন। অনেক্ষণ ধরে অপেক্ষার পরও খাশোগি বের হয়ে না আসায় বিষয়টি পুলিশকে জানান ওই নারী।

সিরিয়া ও কাতার ইস্যুতে রিয়াদ ও আঙ্কারার মধ্যে সম্পর্ক বেশ ভালো যাচ্ছে না। এরই মধ্যে তুরস্কের মাটিতে খ্যাতিমান এই সৌদি নাগরিকের গুম হয়ে যাওয়া উভয় দেশের সম্পর্কে আরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

Exit mobile version