Site icon Jamuna Television

আখাউড়ায় চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত আসামি আটক

আখাউড়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সাচ্চু মিয়া নামের এক চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে আটক করেছে পুলিশ। আটককৃত সাচ্চু উপজেলার মোগড়া ইউনিয়নের গঙ্গাসাগর পীরবাড়ির দেওয়ান আলীর ছেলে।

রোববার (১৪ জানুয়ারি) দুপুরে আখাউড়া থানার ওসি নূরে আলম যমুনা টেলিভিশনকে বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার দিবাগত রাতে গঙ্গাসাগর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতনের একটি মামলাও রয়েছে।

মামলার পর থেকে তিনি দেশের বিভিন্ন এলাকায় পলাতক জীবন যাপন করে আসছিলেন। দুপুরে আদালতের মাধ্যমে তাকে ব্রাহ্মণবাড়িয়া কারাগারে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন ওসি।

এএস/

Exit mobile version