Site icon Jamuna Television

নড়াইলে ১১০ পিস ইয়াবাসহ পুলিশের এসআই আটক

নড়াইলে ১১০ পিস ইয়াবাসহ উপ-পরিদর্শক মানিক চন্দ্র সাহাকে আটক করেছে পুলিশ।

নড়াইলের পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে নড়াইল-কালনা সড়কের নাকশী এলাকা থেকে এস আই মানিককে আটক করা হয়। তল্লাশি করে পাওয়া যায় ১১০ পিস ইয়াবা। মানিক সম্প্রতি বাগেরহাট থেকে বদলী হয়ে কুষ্টিয়া জেলায় গিয়েছেন। এর আগে দীর্ঘদিন কর্মরত ছিলেন নড়াইল সদর থানায়।

স্থানীয়রা জানায়, মানিক একজন মাকদাসক্ত। নড়াইলে কর্মরত থাকা অবস্থাতেই তার বিরুদ্ধে মাদক সংশ্লিষ্ট বেশ কিছু অভিযোগ ছিল। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার পর মানিককে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

Exit mobile version