Site icon Jamuna Television

গ্যাস সংকটে জামালপুরে যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ

জামালপুর করেসপন্ডেন্ট:

জামালপুরের সরিষাবাড়ীতে দেশের সবচেয়ে বড় সার কারখানা যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে গ্যাস সংকটের কারণে উৎপাদন বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সোমবার (১৫ জানুয়ারি) বিকেল সাড়ে তিনটার দিকে কারখানার উৎপাদন বন্ধ ঘোষনা করা হয়।

কারখানাটির প্রশাসনিক কর্মকর্তা দেলোয়ার হোসেন বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বর্তমানে চাহিদার তুলনায় গ্যাসের চাপ কম থাকায় আজ বিকেল থেকে ইউরিয়া ও অ্যামোনিয়া উৎপাদন বন্ধ করে দেয়া হয়। গ্যাসের চাহিদা ঠিক থাকলে আবারও উৎপাদনে যাওয়া হবে। সারের কোনো সংকট হবে না, আমাদের কাছে পর্যাপ্ত সার মজুদ রয়েছে।

উল্লেখ্য, ১৯৯০ সালে সরিষাবাড়ি উপজেলার তারাকান্দিতে প্রতিষ্ঠিত হয় যমুনা সার কারখানাটি। সবশেষ গ্যাস সংকটের কারণে গত বছর ৪ সেপ্টেম্বর কারখানাটি বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। পরে ১৮ নভেম্বর কারখানাটি পুনরায় উৎপাদনে যায়।

/এএম

Exit mobile version