Site icon Jamuna Television

ইউক্রেনের জ্বালানি ডিপোতে হামলা রাশিয়ার

ভোরোনজে ড্রোন হামলার পর একটি ক্ষতিগ্রস্ত অ্যাপার্টমেন্ট ভবন। ছবি: এএফপি

ইউক্রেনের আর্টিলারি সিস্টেম ও জ্বালানি ডিপোতে ব্যাপক হামলা চালানোর দাবি করেছে রাশিয়া। সোমবার (১৫ জানুয়ারি) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় এ তথ্য। খবর দ্য গার্ডিয়ানের।

মস্কোর দাবি, কুপিয়ানস্ক, লিমান ও দোনেৎস্কসহ বেশকয়েকটি এলাকায় ইউক্রেনের পাল্টা হামলা প্রতিহত করেছে রুশ সেনারা। পাশাপাশি দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনী বেশকয়েকটি মিসাইল ও রকেট ভূপাতিত করেছে বলেও জানায় মস্কো।

এদিকে, ইউক্রেনের পাল্টা দাবি, রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার বেস স্টেশনসহ বেশ কয়েক জায়গায় হামলা চালানো হয়েছে। যদিও দু’পক্ষের এই পাল্টাপাল্টি দাবি নিয়ে কোনো মন্তব্য করেনি কেউই।

/এএম

Exit mobile version