Site icon Jamuna Television

মাটি খুঁড়ে মিললো মুক্তিযুদ্ধে ব্যবহৃত অস্ত্র!

রংপুর প্রতিনিধি:

রংপুরের গংগাচড়া উপজেলায় মাটি খুঁড়তে গিয়ে চারটি থ্রি নট থ্রি রাইফেলে পাওয়া গেছে।

সোমবার সন্ধায় গংগাচড়া বাজার এলাকায় মাটি খুঁড়ার সময় শ্রমিকরা মাটির নিচে থাকা রাইফেল গুলো দেখতে পায়। পরে বিষয়টি পুলিশে জানানো হয়।

পুলিশের ধারণা, রাইফেলগুলো ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে কিংবা পরবর্তীতে মাটি খুঁড়ে পুতে রাখা হয়েছিলো। দীর্ঘ দিন মাটির নিচে অরক্ষিত অবস্থায় থাকার কারণে কাঠের বাটসহ রাইফেলের বেশিরভাগ অংশ ক্ষয়ে অকেজো হয়ে গেছে। বর্তমানে রাইফেলগুলো গংগাচড়া থানার পুলিশের হেফাজতে রয়েছে।

Exit mobile version