Site icon Jamuna Television

কুষ্টিয়ায় সাব-রেজিস্ট্রারকে কুপিয়ে হত্যা

কুষ্টিয়ায় ঘরে ঢুকে এক সাব-রেজিস্ট্রারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতরাতে শহরের বাবর আলী গেট এলাকার এক আবাসিক ভবনে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ওই বাড়ির তিনতলার একটি ভাড়া ফ্ল্যাটে একাই থাকতেন সদর উপজেলার সাব রেজিস্ট্রার নূর মোহম্মদ। হাত-পা বাঁধা অবস্থায় নিজ ঘরে তাকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন বাড়ির মালিক। উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক নূরকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা জানান, হাসপাতালে আনার আগেই মারা যান নূর। তার দুই হাতে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চিহ্ন আছে। নূর মোহম্মদের গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলায়।

Exit mobile version