Site icon Jamuna Television

সমন্বিত বিমা পদ্ধতি চালুর আহ্বান সিপিডির

সামাজিক সুরক্ষা নিশ্চিতে ভিন্ন ভিন্ন কর্মসূচি নয়, প্রয়োজন সমন্বিত বিমা পদ্ধতির। এ ধরনের কর্মসূচি চালু করা গেলে সরকারের সামাজিক সুরক্ষা খাতের ব্যয় কমবে। নিশ্চিত হবে জনসাধারণের সামাজিক অধিকার।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত সেমিনারে এসব কথা উল্লেখ করে সমন্বিত বিমা পদ্ধতি চালুর তাগিদ দিয়েছেন সংস্থাটির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম।

এ সময় আন্তর্জাতিক শ্রম সংস্থার উপদেষ্টা সৈয়দ সাদ হোসেন জিলানী বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধিতে পিছিয়ে থাকা অনেক দেশে ‘সোশ্যাল ইনসুরেন্স প্রোগ্রাম’ চালু আছে। বাংলাদেশে এখনই এই পদ্ধতি চালু করতে পারে। এতে কর্মজীবীরাও সুবিধা পাবেন।

সেমিনারের মূল প্রবন্ধে বলা হয়, সরকারি ও বেসরকারি খাত সামাজিক সুরক্ষায় কাজ করছে। এদের তৎপরতা একটি ছাতার নীচে আনা দরকার। এতে তৃণমূলে সুবিধার পরিসর বাড়ানো যাবে।

/এমএন

Exit mobile version