Site icon Jamuna Television

ফাইনাল নিশ্চিতের লড়াইয়ে আজ মুখোমুখি হবে বাংলাদেশ-ফিলিস্তিন

বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনাল নিশ্চিতের মিশনে আজ ফিলিস্তিনের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। কক্সবাজার জেলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বেলা আড়াইটায়।

ফিলিস্তিনকে ফেভারিট মেনেই রণকৌশল সাজাচ্ছে বাংলাদেশ। আর প্রতিপক্ষ কোচের চিন্তার কারণ বাংলাদেশের সাম্প্রতিক ফর্মের সাথে স্বাগতিক দর্শক। ফিলিপাইনের বিপক্ষে আগের ম্যাচের একাদশে আসছে পরিবর্তন, রক্ষণে ফিরছেন ওয়ালী ফয়সাল ও তরুণ বিশ্বনাথ ঘোষ। মাঝমাঠ আর আক্রমণভাগে জামাল ভূঁইয়া সঙ্গে খেলবেন মাহবুবুর রহমান সুফিল।

তবে, গত ম্যাচের আগে ইনজুরিতে পড়া মামুনুল ইসলামকে থাকতে হচ্ছে সাইড লাইনেই। গ্রুপপর্বে ২ পুর্ণ পয়েন্ট নিয়েই শেষ চার নিশ্চিত করেছে আসরের সবচেয়ে শক্তিশালী দল ফিলিস্তিন। তাইতো শুধু সেমিফাইনাল নয়, ট্রফি জিতেই প্রস্তুতির ষোলকণা পুর্ণ করতে চায় ফিলিস্তিন।

Exit mobile version