Site icon Jamuna Television

আজ রাতে ইউক্রেনকে আতিথ্য দেবে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ইতালি

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আজ রাতে ইউক্রেনকে আতিথ্য দেবে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ইতালি। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত পৌনে ১টা। আরেক ম্যাচে রাত ১২ টায় আলবেনিয়ার প্রতিপক্ষ জর্দান।

ইতালির লুইজি স্টেমিয়ামের ৮ম বারের মত ইতালির মুখোমুখি হবে ইউক্রেন। এর আগে দু দলের মুখোমুখি ৭ দেখায় ৬ ম্যাচেই জয় ইতালিয়ানদের। বিপরীতে কোন জয় না থাকলেও ১ ম্যাচ ড্র করে ইউক্রেন। এই ৭ ম্যাচে ১৪ গোল হজম করলেও ইউক্রেন দিয়েছে মাত্র ২ টি।

তাই অতীত ঐতিহ্য আর শক্তি বিচারে এগিয়ে ইতালি। তবে সব শেষ ৫ ম্যাচের পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। যেখানে ১ জয় ইতালিয়ানদের। বিপরীতে ৪ জয় আর ১ ড্র’য় বেশ আত্মবিশ্বাসী ইউক্রেন। ফিফা র‌্যাংকিংয়ে ২০ নম্বরে অবস্থান ইতালির। যেখানে মাত্র ৯ ধাপ পিছিয়ে ২৯ নম্বরে ইউক্রেন।

Exit mobile version