Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রের হামলার টার্গেট হলো ইয়েমেন

মার্কিন নৌবাহিনীর টমাহক ল্যান্ড অ্যাটাক মিসাইল ছোড়ার মুহূর্ত। ছবি: সিএনএন।

ইরাক-সিরিয়ার পর এবার যুক্তরাষ্ট্রের হামলার টার্গেট হলো ইয়েমেন। হুতি বিরোধী যৌথ অভিযানে অংশ নিয়েছে যুক্তরাজ্যও। রোববার (৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএন এ তথ্য জানায়।

পেন্টাগন জানিয়েছে, ১৩টি স্থানে ৩৬টি টার্গেটে চালানো হয় হামলা। ইরান সমর্থিত গোষ্ঠীটির অস্ত্রাগার, ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার লক্ষ্য করে হয় বোমাবর্ষণ। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, হুতিদের সক্ষমতা ধ্বংসে চালানো হয় এ অভিযান।

একদিন আগে ইরাক ও সিরিয়ায় ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর ৮৫টি টার্গেটে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এদিকে, হামলার পরিধি বাড়ানোর হুঁশিয়ারি দেন প্রেসিডেন্ট জো বাইডেন।

গত সপ্তাহে, জর্ডানে মার্কিন ঘাঁটিতে তিন সেনা মৃত্যুর পরই প্রতিশোধের ঘোষণা দেয় পেন্টাগন। গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে লোহিত সাগর ও আশপাশে ইসরায়েল অভিমুখী বহু জাহাজ লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে হুতিরা।

\এআই/

Exit mobile version