Site icon Jamuna Television

বগুড়ায় বাসে পেট্রোল বোমায় ২ যাত্রী আহত, যুবদল নেতা আটক

বগুড়া ব্যুরো

গ্রেনেড হামলা মামলার রায়কে ঘিরে কড়া পুলিশি নিরাপত্তার মধ্যেও বগুড়ায় যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। রায় ঘোষণার পর বুধবার দুপুর ২টার দিকে জেলার শাজাহানপুরে ঢাকাগামী চলন্ত বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা । এতে আহত হন বাসের ২ যাত্রী।

পুলিশ জানায়, নীলফামারী থেকে ঢাকা যাবার পথে নাবিল পরিবহনের বাসটি শাজাহানপুর উপজেলার রাধারঘাট এলাকা অতিক্রম করার সময় মোটর সাইকেলে থেকে বাসটি লক্ষ্য করে পেট্রোল বোমা ছুঁড়ে এক যুবক। এতে বাসের কিছু অংশ আগুনে পুড়ে যায় এবং আঞ্জুমান আরা ও মতিয়া বেগম নামের দুই যাত্রী আহত হন।

পরে টহল পুলিশ ধাওয়া করে নূর মাহমুদকে আটক করে। তিনি জেলা যুবদলের সহ-কৃষি বিষয়ক সম্পাদক বলে জানিয়েছে পুলিশ।

Exit mobile version