Site icon Jamuna Television

৫ শতাংশ কোটার দাবিতে শাহবাগে প্রতিবন্ধী শিক্ষার্থীরা

প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য ৫ শতাংশ কোটার দাবিতে রাজধানীর শাহবাগে আবারও অবস্থান নিয়েছেন বাংলাদেশ প্রতিবন্ধী শিক্ষার্থী ঐক্য পরিষদ। আজ বৃহস্পতিবার সকাল থেকে শাহবাগ মোড়ে অবস্থান নেয় প্রতিবন্ধী শিক্ষার্থীরা। এসময় শাহবাগ দিয়ে যান চলচল সীমিত হয়ে পরে। এতে সপ্তাহের শেষ কর্মদিবসে ওই পথে বেশ যানজটের সৃষ্টি হয়। এতে বিপাকে পড়েন যাত্রীরা।

যাত্রীরা বলছেন, সরকারের উচিৎ সমাজে অনগ্রসর এই প্রতিবন্ধীদের জন্য কোটা থাকা উচিৎ। তবে সড়ক অবরোধ না করে আন্দোলনের পরামর্শ দেন তারা।

প্রতিবন্ধী শিক্ষার্থীরা বলছেন, প্রতিবন্ধি অধিকার রক্ষা ও সুরক্ষা আইনে কোটার কথা বলা থাকলেও সরকার কোটা বাতিল করে আইন অমান্য করেছে। এদিকে, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নেতা-কর্মীরা বাংলাদেশ প্রতিবন্ধি শিক্ষার্থী ঐক্য পরিষদের দাবির সাথে সংহতি প্রকাশ করেছেন।

Exit mobile version