Site icon Jamuna Television

শেখ হাসিনাকে ঋষি সুনাকের চিঠি: একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ

টানা চতুর্থবার ও পঞ্চমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে চিঠি দিয়ে শুভেচ্ছা জা‌নি‌য়ে‌ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। চিঠিতে শেখ হাসিনা সরকারের স‌ঙ্গে কাজ করার অভিপ্রায়ও ব্যক্ত ক‌রে‌ছেন তি‌নি।

সরকারপ্রধান‌কে ব্রিটিশ প্রধানমন্ত্রীর শু‌ভেচ্ছা বার্তার বিষ‌য়টি বুধব‌ার (৭ ফেব্রুয়া‌রি) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে জানানো হয়েছে।

ঋষি সুনাক তার চিঠিতে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ব উন্নতির প্রশংসা করেন। পাশাপাশি দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও নিরাপত্তা অংশীদারিত্ব এবং স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে বাংলাদেশকে সহযোগিতা জোরদারের অঙ্গীকার ব্যক্ত করেন।

চিঠিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী উল্লেখ করেন, দুই দেশের মধ্যে বিদ্যমান ঐতিহাসিক এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দুই দেশের জনগণের নিবিড় সংযোগের মাধ্যমে আরও শক্তিশালী হয়েছে। সদস্য হিসেবে কমনওয়েলথের মূল্যবোধগুলো বাংলাদেশ আরও এগিয়ে নিয়ে যাবে এবং দুই দেশের অভিবাসন সংক্রান্ত সহযোগিতা সম্প্রসারিত হবে বলে আশাবাদও জানান।

বাংলাদেশ-যুক্তরাজ্যের মধ্যকার গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক সম্পর্ককে ভবিষ্যতে আরও দৃঢ় করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করেন ঋষি সুনাক।

/এমএন

Exit mobile version