Site icon Jamuna Television

‘যাদের দুজন প্রার্থী নেই, তারাই আবার ১৫০ আসন চায়’

যাদের জেতার মতো দুজন প্রার্থী নেই, তাদের সাথে ১৫০ আসন ভাগাভাগি কতটা যৌক্তিক হবে, তা নিয়ে ভাবা উচিত বলে মনে করেন কর্ণেল (অব.) অলি আহমেদ । বিকেলে লিবারেল ডেমোক্রেটিক পাটির সমাবেশে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আগামী নির্বাচন হবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়, দেশের কথা চিন্তা করে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে সরকারের প্রতি আহ্বান জানান অলি আহমেদ। বিএনপির সঙ্গে বি.চৌধুরী এবং ড. কামাল হোসেনের আলাপ আলোচনা ও জাতীয় ঐক্য প্রক্রিয়াকে স্বাগত জানিয়ে তিনি বলেন, যাদের দুজন প্রার্থী নেই, তারাই আবার ১৫০ আসন চায়, ভাগবাটোয়ারার রাজনীতি নয়, যোগ্যদের নিয়ে ঐক্য গড়ার আহ্বান জানান তিনি।

অলি আহমেদ বলেন, আগামী দিন গুলোতে সহজে কেউ পার পাবে না আর ২০১৪ সালও পুনরায় ফিরে আসবে না আর। সুষ্ঠু অবাধ নির্বাচন না হলে দেশের মানুষ রাস্তায় নামবে। দেশে বিচার বিভাগ ও প্রশাসনকে দলীয় প্রভাব মুক্ত রাখতে হবে। তাই সব দিক বিবেচনা করে প্রধানমন্ত্রীর আলোচনায় বসা উচিত।

Exit mobile version