Site icon Jamuna Television

চুয়াডাঙ্গায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় স্ত্রী হত্যার দায়ে মামুন আলী নামে এক জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতের বিচারক মো: জিয়া হায়দার এ রায় প্রদান করেন। তবে রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলো।

আদালত সূত্র জানায়, ২০১১ সালের ৫ ফেব্রুয়ারি দামুড়হুদা উপজেলার সদাবরী গ্রামের আকুব্বর আলীর ছেলে মামুন আলী যৌতুক না পেয়ে তার নিজ স্ত্রী সাগরী খাতুনকে হত্যা করে। ঘটনার পরদিন নিহতের পিতা রহিম বক্স বাদি হয়ে দামুড়হুদা থানায় মামুনসহ ৪ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে।

এ মামলার তদন্ত শেষে দামুড়হুদা থানার তৎকালীন উপ-পরিদর্শক আব্দুল মোতালেব সরকার একই বছরের ৩১ মে মামুন আলীকে অভিযুক্ত করে আাদলতে চার্জশিট দাখিল করেন।

বিজ্ঞ আদালত আলোচিত এ মামলায় মোট ১৩ জন স্বাক্ষীর স্বাক্ষ্য পরীক্ষা নিরীক্ষা শেষে একমাত্র অভিযুক্ত আসামি মামুন আলীকে দোষী সাব্যস্ত করে তাকে মৃত্যুদণ্ডাদেশ দেন। তবে রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলো।

Exit mobile version