Site icon Jamuna Television

ফরিদগঞ্জে জঙ্গি সন্দেহে ৭ জন আটক

চাঁদপুরের ফরিদগঞ্জে জঙ্গি সন্দেহে ৭ জনকে আটক করেছে পুলিশ। সবাই আনসার উল্লাহ বাংলা টিমের সদস্য বলে দাবি করা হয়েছে। দুপুরে সংবাদ সম্মেলনে একথা জানায় পুলিশ।

পুলিশ জানায়, আবুল রহমান নামে এক ব্যক্তির বাড়িতে গোপন বৈঠক হচ্ছে খবর পেয়ে অভিযান চালায়। এসময় ২টি ল্যাপটপ, মোবাইলসহ তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সবাই আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য বলে স্বীকার করেছে। আটককৃতরা বিভিন্ন মাদ্রাসার ছাত্র ও শিক্ষক। সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেছে পুলিশ।

Exit mobile version