Site icon Jamuna Television

ক্যারিয়ারের ৩য় সেঞ্চুরি করলেন ইমরুল কায়েস

আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে ৩য় শতক হাঁকিয়েছেন ইমরুল কায়েস। ৮টি চার ও ৩টি ৬ মেরে ক্যারিয়ারে যোগ করলেন এই সেঞ্চুরি। ১১৮ বলে ১০০ রান করেন তিনি।

জিম্বাবুয়ের বিপক্ষে ক্যারিয়ারের ৭৪তম ওয়ানডে ম্যাচ খেলছেন এ ওপেনার। ২০০৮ সালের নিউজিল্যান্ডের বিপক্ষে এই ক্রিকেটারের ডেব্যু হয়।

এরআগে ওয়ানডে ক্রিকেটে নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করেছেন তিনি। সবশেষ সেঞ্চুরি পেয়েছেন ২০১৬ সালের সেপ্টেম্বরে ইংলিশদের বিপক্ষে ঢাকায়। দুই বছর পর আবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সেঞ্চুরি করলেন ৩১ বছর বয়সী এই ওপেনার।

রোববার মিরপুর শেরেবাংলায় খেলতে নামার আগে ৭৩টি ওয়ানডে ম্যাচ খেলে ২ হাজার ৮১ রান করেছেন কায়েস।

তবে টেস্ট ক্রিকেটে ৩৪ ম্যাচে ৩টি সেঞ্চুরি এবং ৪টি ফিফটির সাহায্যে ১ হাজার ৬৭৯ রান করেছেন কায়েস।

Exit mobile version