Site icon Jamuna Television

পিকআপে গান বাজিয়ে নাচানাচির সময় বাসের ধাক্কায় কিশোরের মৃত্যু

রাজশাহী ব্যুরো:

রাজশাহীতে পিকআপ ভ্যানে করে সাউন্ড বক্সে গান বাজিয়ে নাচানাচির সময় বাসের ধাক্কায় এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ এপ্রিল) সকালে শহরের কাশিয়াডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ওই কিশোরের নাম আজিজুল ইসলাম। সে পুঠিয়ার ভরুয়াপাড়া এলাকার আকানি ইসলামের ছেলে।

পুলিশ জানায়, সকালে আজিজুল তার বন্ধুদের নিয়ে একটি ভাড়া করা পিকআপ ভ্যানে সাউন্ড বক্সে গান বাজিয়ে নাচানাচি করছিল। এসময় রাজশাহীগামী একটি বাস ওই পিকআপকে ধাক্কা দেয়। এ সময় ঐ যুবক  ছিটকে রাস্তায় পড়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায়  তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাজশাহীর কাশিয়াডাঙা থানার ওসি ইমরান হোসেন বলেন, এ ঘটনায় কিশোরের মরাদেহ  রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছিল। বিকেলে মরাদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

/এএস

Exit mobile version