Site icon Jamuna Television

কক্সবাজারে কাদা-পানিতে ঝাঁপিয়ে পড়ে আসামি গ্রেফতার করলো পুলিশ

কক্সবাজার করেসপনডেন্ট:

কক্সবাজারের কুতুবদিয়ায় কাদা-পানিতে ঝাঁপ দিয়ে ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। শুক্রবার (১২ এপ্রিল) বিকেলে দক্ষিণ আলী ফকির ডেইল এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযানে নেতৃত্ব দেয়া পুলিশের উপ পরিদর্শক (এএসআই) লিংকন কুমার নাথ জানান, বিকেলে ২০২২ সালে জমিজমা সংক্রান্ত মারামারি মামলার আসামি মোহাম্মদ আরিফকে গ্রেফতার করতে কয়েকজন পুলিশ সদস্যসহ বাড়িতে যান তারা। আসামি আরিফ বাড়ির উঠানে পুলিশ দেখতে পেয়ে দৌড় দেয়। পুলিশও তার পিছু নেয়।

তিনি আরও জানান, একপর্যায়ে আরিফ বাঁচার জন্য কাদা-পানির একটি পুকুরে লাফ দিলে পুলিশও ঝাঁপিয়ে পড়ে তাকে ধরে। আসামি ধরার সময় গাছের সাথে ধাক্কা খেয়ে তিনি ও তার সাথে থাকা আরেক পুলিশ সদস্য মিজানুর রহমান কোমরে আঘাত পেয়েছেন। পুকুরে প্রচুর কাদামাটি ছিলো। এসময় তাদের দু’টি মোবাইলও নষ্ট হয়ে যায়। তবে আসামি ধরতে পেরে উছ্বাস প্রকাশ করেন তিনি।

/এএস

Exit mobile version