Site icon Jamuna Television

মায়োর্কাকে হারিয়ে শীর্ষস্থান আরও পোক্ত করল রিয়াল

স্প্যানিশ লা লিগার ৩১ তম ম্যাচডে তে মায়োর্কাকে ১-০ গোলে হারিয়ে টেবিলের শীর্ষস্থানে আরও শক্ত আসন গেড়ে বসলো রিয়াল মাদ্রিদ। শনিবার (১৩ এপ্রিল) দিবাগত রাতে মায়োর্কার মাঠে আতিথ্য নেয় আনচেলত্তির শিষ্যরা। চুয়ামেনির একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে টনি ক্রুস-ভিনিসিয়াস বিহীন রিয়াল।

মায়োর্কার মাঠে গোলশূন্য প্রথমার্ধে অবশ্য দাপট দেখাতে পারেনি রিয়াল। তবে দ্বিতীয়ার্ধে নিজেদের স্বরূপে ফিরেছিল তারা। ম্যাচের ৪৮ মিনিটে ডি-বক্সের অনেক বাইরে থেকে শট নেন চুয়ামেনি। একজনের গায়ে লাগার পর গোলরক্ষকের নাগালের অনেক বাইরে ক্রসবার আর পোস্টের কোনা দিয়ে বল জড়ায় জালে। লিড পায় রিয়াল। শেষ পর্যন্ত এই একটি গোলই ম্যাচের ফল নির্ধারণ করে দেয়।

এই জয়ে নিকট প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে গেছে রিয়াল। ৩১ ম্যাচে ৭৮ পয়েন্ট কার্লো আনচেলত্তির দলের। এক ম্যাচ কম খেলা বার্সার পয়েন্ট ৬৭।

উল্লেখ্য, লিগে রিয়ালের অবস্থান অনেকটাই নিরাপদ। তবে সামনে অপেক্ষা করছে তাদের দুটি বড় ম্যাচ। চলতি মাসের ১৮ তারিখ চ্যাম্পিয়ন্স লিগে ম্যানসিটির মুখোমুখি হবে তারা। চার দিন পরেই বার্নাব্যুতে বার্সার বিপক্ষে এল ক্ল্যাসিকো ম্যাচ রয়েছে তাদের।

/এমএইচআর

Exit mobile version