Site icon Jamuna Television

জাহাজে আর্মস গার্ড না থাকায় নিরাপত্তা ঘাটতি ছিল: নৌ প্রতিমন্ত্রী

‘এমভি আব্দুল্লাহ’ জাহাজে আর্মস গার্ড না থাকায় নিরাপত্তা ঘাটতি ছিল। আর্মস গার্ড থাকলে দস্যুরা হয়তো জাহাজে আসার সাহস পেতো না, এমন মন্তব্য করেছেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। আজ বুধবার (১৭ এপ্রিল) সকালে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

নৌ প্রতিমন্ত্রী বলেন, বহুমাত্রিক চাপের কারণেই জলদস্যুরা নাবিকদের ছেড়ে দিতে বাধ্য হয়েছে। তবে মুক্তিপণের কোনো তথ্য জানা নেই। জলদস্যুরা শেষ মুহূর্তেও নাবিকদের ঢাল হিসেবে ব্যবহার করতে তাদের সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল বলেও জানান তিনি।

নৌ প্রতিমন্ত্রী আরও বলেন, নাবিকরা আগামী ১৯ অথবা ২০ এপ্রিল দেশে ফিরতে পারেন। মালিকপক্ষ চাইলে নাবিকদের ফ্লাইটে করে ঢাকায় আনা হবে। নাবিকরা ফিরলে মালিকপক্ষ প্রয়োজনে ওই জাহাজের জন্য নতুন করে নাবিক পাঠাতে পারেন।

/আরএইচ

Exit mobile version