Site icon Jamuna Television

পাবনা জেলা কারাগারে কয়েদির মৃত্যু

পাবনা প্রতিনিধি:

পাবনায় চিকিৎসাধীন অবস্থায় হবিবুর রহমান (৬০) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দিবাগত রাতে তার মৃত্যু হয় বলে জানা গেছে।

পাবনা জেলা কারাগারের জেলার আনোয়ার হোসেন জানান, গত বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাতে হবিবুর রহমান বুকে ব্যথা অনুভব করলে তাকে প্রথমে জেলা কারাগার হাসপাতাল এবং পরে অবস্থার অবনতি হলে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাতেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আজ শুক্রবার (১৯ এপ্রিল) সকালে পাবনা জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

হবিবুর রহমান পাবনার আটঘরিয়া উপজেলার পাটেশ্বর গ্রামের মৃত ইন্তাজ আলীর ছেলে। গত ৫ মার্চ ব্যাংকের চেক ডিজঅনার মামলায় আটঘরিয়া থানা পুলিশ হবিবুরকে গ্রেফতার করে। এরপর থেকে পাবনা জেলা কারাগারে কয়েদি হিসেবে ছিলেন তিনি।

/এএম

Exit mobile version