Site icon Jamuna Television

যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু

প্রতিকী ছবি।

মেডিকেল প্রতিবেদক:

রাজধানীর যাত্রাবাড়ীর সাদ্দাম মার্কেটের সামনে বাসের ধাক্কায় মো. নোমান মোল্লা (৩৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শনিবার (২৭ এপ্রিল) রাত পৌনে ১১টার দিকে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নোমান মোল্লা কুমিল্লার চৌদ্দগ্রাম থানার একতা গ্রামের নুরুজ্জামান মোল্লার ছেলে। মাতুয়াইল মেডিকেল মহিলা মাদরাসার পাশে ভাড়া থাকতেন তিনি।

নোমানকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. রাজু জানান, রাতের দিকে ওই যুবক মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় গুরুতর আহত হয়। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক জানায় তিনি আর বেঁচে নেই।

হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে বলেও জানান তিনি।

/এএস

Exit mobile version