Site icon Jamuna Television

কেনিয়ায় বন্যায় নিহত অন্তত ৫০

ছবি: এপি

ভারী বৃষ্টি ও বন্যার কবলে পড়েছে কেনিয়া। সোমবার (২৯ এপ্রিল) দেশটিতে প্রাণ গেছে অন্তত ৫০ জনের। এমন খবর জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম বিবিসি।

বন্যায় এখন পর্যন্ত মোট প্রাণহানি দেড়শ ছুঁই ছুঁই। গেলো কয়েকদিনের টানা বর্ষণে সৃষ্টি হয়েছে এই বন্যা পরিস্থিতি। নদীর পানির তোড়ে ভেঙ্গে গেছে মাই মাহিউ শহরের একটি বাঁধ। প্লাবিত হয়েছে কমপক্ষে ৭০টি স্কুল ও হাসপাতাল, শতাধিক বাড়ি-ঘরসহ বহু স্থাপনা। ভেঙে গেছে রাস্তা-ঘাট। যে কারণে ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। এ পর্যন্ত বাস্তুচ্যুত হয়েছেন প্রায় দুই লাখ মানুষ। এমন পরিস্থিতিতে দুর্গতদের জন্য প্রায় ৩ কোটি ডলারের ত্রাণ তহবিল ঘোষণা করেছে দেশটির সরকার।

এর আগে, গত মাসে বন্যায় কেনিয়ার কিছু অংশ বিধ্বস্ত হয়। এতে শতাধিক নিহতের খবর পাওয়া যায়।

/এএম

Exit mobile version