Site icon Jamuna Television

সারাদেশে বৃষ্টিস্নান হলেও দেখা নেই খুলনার অনেক জেলায়

সারাদেশে বৃষ্টি হলেও বৃষ্টির দেখা নেই খুলনা বিভাগের অনেক জায়গায়। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। দেশের বিভিন্ন প্রান্তে বৃষ্টি ও কালবৈশাখীর দেখা মিললেও চুয়াডাঙ্গায় দেখা নেই এক ফোঁটা বৃষ্টির। তপ্ত রোদ আর ভ্যাপসা গরমে প্রাণ যায় যায় অবস্থা।

টানা তাপপ্রবাহে অতিষ্ঠ হয়ে উঠেছে প্রাণ প্রকৃতি। এক ফোঁটা বৃষ্টির জন্য অপেক্ষা করছে গোটা জেলার মানুষ। গতকালও দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল এ জেলায়। তীব্র তাপপ্রবাহের মধ্যেই খোলা রয়েছে জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান।

এদিকে গতকাল রাতে বজ্রসহ ঝড় বৃষ্টিতে স্বস্তি ফিরেছে নগরজীবনে। আবহাওয়া অফিস জানিয়েছে আগামী ১২-১৩ মে পর্যন্ত এই বৃষ্টি চলমান থাকবে। আরও জানানো হয়েছে, এক থেকে দেড় ঘণ্টা করে অব্যাহত থাকতে পারে দমকা হাওয়াসহ বৃষ্টি।

এটিএম/

Exit mobile version