Site icon Jamuna Television

ঝিনাইদহে ব্যারিস্টার মঈনুলের কুশপুত্তলিকা দাহ

টকশোতে সাংবাদিক মাসুদা ভাট্টিকে অসম্মান করার প্রতিবাদে ঝিনাইদহে ব্যারিস্টার মঈনুল হোসেনের বিরুদ্ধে ঝাড়ু মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে মহিলা আওয়ামী লীগ।

আজ সকালে শহরের পোষ্ট অফিস মোড় থেকে ঝাড়ু মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে শেষ হয়। সেখানে ব্যারিস্টার মঈনুল হোসেনের কুশপুত্তলিকা দাহ করা হয়।

এর আগে অনুষ্ঠিত হয় মানববন্ধন। এতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খালেদা খানম ও যুব মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সালমা ইয়াসমিনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা, ব্যারিস্টার মঈনুল হোসেনের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেন।

Exit mobile version