Site icon Jamuna Television

বিএনপির সমাবেশ: সবকিছু বিবেচনা করেই সিদ্ধান্ত দেবে ডিএমপি

আগামী শুক্রবার (১০ মে) নয়পল্টনে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তাদের এই সমাবেশের অনুমতির বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন অতিরিক্ত কমিশনার ড. খন্দকার মহিদ উদ্দিন।

মঙ্গলবার (৭ মে) দুপুরে ডিএমপির হেড কোয়ার্টারে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বলেন, অতীতের তিক্ত অভিজ্ঞতা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১০ মে নয়াপল্টনে বিএনপির সমাবেশের অনুমতির বিষয়ে সিদ্ধান্ত দেয়া হবে।

মহিদ উদ্দিন বলেন, জনগণের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রার কথা মাথায় রেখেই যেকোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে ডিএমপি। তাই, সবকিছু বিবেচনা করেই জনসমাবেশের বিষয়ে সিদ্ধান্ত নেবেন তারা।

এসময় ২৮ অক্টোবরের তিক্ত অভিজ্ঞতা উল্লেখ করে ডিএমপির এই অতিরিক্ত কমিশনার জানান, পল্টন এলাকার আশপাশে বেশকিছু গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। তাই, পল্টন এলাকায় জন সমাবেশ না করার বিষয়ে ইতোপূর্বেও একাধিকবার সংশ্লিষ্ট সংগঠনের কাছে জানিয়েছিলেন তারা। বক্তব্যে প্রত্যেক রাজনৈতিক দলকে ডিএমপির দেয়া শর্ত মেনে কর্মসূচি পালনে দায়িত্বশীল হওয়ার আহ্বানও জানান অতিরিক্ত কমিশনার।

/এমএইচ

Exit mobile version