Site icon Jamuna Television

ধর্মঘট বিষয়ে মুখ খুলতে নারাজ শাজাহান খান

শ্রমিক ফেডারেশনের ডাকা ৪৮ ঘণ্টার ধর্মঘটের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে রাজি হননি শ্রমিক নেতা ও নৌমন্ত্রী শাজাহান খান। আজ রোববার সকালে সচিবালয়ে সাংবাদিকরা তাকে ধর্মঘটের বিষয়ে প্রশ্ন করেন।

এর আগে, নিরাপদ সড়ক আইন সংশোধনসহ ৮ দফা দাবিতে সকাল থেকে সারাদেশে ধর্মঘট পালন করছে পরিবহন শ্রমিকরা। দাবি মানা না হলে লাগাতার ধর্মঘট ডাকা হবে বলেও হুশিয়ার করেন তারা।

এদিকে, ধর্মঘটের কারণে ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী মানুষ। পরিবহন না পেয়ে অনেকেই হেঁটে যাচ্ছেন গন্তব্যে।

Exit mobile version